হোম > খেলা > ফুটবল

ফেরার ম্যাচেই গোল করে রোনালদোর উচ্ছ্বাস 

আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরেই আল নাসরের হয়ে গতকাল খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরেই দলের জয়ে অবদান রেখেছেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে আল নাসর।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল রায়েদ। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে আল নাসর। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা শট করেছে ৭টি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের এক মিনিটে গোলের দেখা পায় আল নাসর। সুলতান আল ঘান্নামের অ্যাসিস্টে গোল করেন সাদিও মানে। এরপর ৪৯ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এবারও অ্যাসিস্ট করেন আল ঘান্নাম। আর ৭৮ মিনিটে তালিসকার অ্যাসিস্টে গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় আল নাসর। ম্যাচ শেষে টুইটারে দলের উদ্‌যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লেখেন, ‘এটাই তো জয়ের অনুভূতি।’

৩-১ গোলের জয়ে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট এখন ১২। ৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৪ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৬ নম্বরে। ৭ গোল করে এবারের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৬ ম্যাচ খেলে তিনি করেছেন ২১ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মাসে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছিল আল নাসর।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি