হোম > খেলা > ফুটবল

শিরোপা জিততে লড়াই করবেন রিয়াল কোচ 

ক্রীড়া ডেস্ক

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের দূরত্ব বাড়ছেই। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করে ব্যবধান আরও বাড়াল মাদ্রিদ। তারপরও শিরোপা জিততে আশাবাদী লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। 

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল সোসিয়েদাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিল মাদ্রিদ। ৬২ শতাংশ বল দখলে রেখেছিল লস ব্লাঙ্কোসরা। সোসিয়েদাদের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। তবু লক্ষ্যভেদ করতে পারেননি মাদ্রিদ ফুটবলাররা। গোলশূন্য ড্রয়ে থেকে শেষ হয় রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচ। তাতে ১৮ ম্যাচে মাদ্রিদের পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৭।

বছরের শুরুতে মাদ্রিদের পারফরম্যান্স অম্লমধুর হয়েছে ঠিকই। তবে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে শীর্ষে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোস কোচ বলেন, ‘আমি মনে করি, গত মৌসুমের চেয়ে এই মৌসুমে আমরা পয়েন্ট বেশি পেয়েছি। তবে বার্সেলোনা আমাদের চেয়ে ভালো খেলছে। জানুয়ারিতে কঠিন সময় পার করেছি আমরা। তবে শেষটা ভালোভাবে করেছি। শিরোপা জিততে আগামী কয়েক মাস আমরা লড়ব।’ 

ম্যাচ ড্র করলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি। মাদ্রিদ কোচ বলেন, ‘এই মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স করেছি আমরা। রিয়াল সোসিয়েদাদকে তাদের মতো খেলতে দিইনি। আমরা ভালো খেলেছি।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন