ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের পাঁচ দিন হতে চললেও এখনো চলছে লিওনেল মেসির বন্দনা। বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপার দেখা তো মেসি পেলেন এই কাতার বিশ্বকাপেই। সামাজিক মাধ্যমের প্রশংসার পাশাপাশি বিভিন্নভাবে সম্মানিত হচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার আর্জেন্টিনার দেওয়ালে আঁকা হয়েছে মেসির ম্যুরাল।
মেসির ম্যুরাল আঁকা হয়েছে আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস এইরেসের দেওয়ালে। অঙ্কিত সেই ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরছেন মেসি। পেছনে উল্লাস করছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮টিতে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচূড়ে দিয়েছেন কিংবদন্তিদের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে।