হোম > খেলা > ফুটবল

আজই কি মেসিকে দেখার অপেক্ষা ফুরোচ্ছে? 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিওনেল মেসির অভিষেকের অপেক্ষা এখনো শেষ হয়নি। মেসি যোগ দেওয়ার পর এর মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। আজ লিগে রেঁসের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। তবে আজই মেসির অভিষেক হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এবারের গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তায় বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন মেসি। প্যারিসে পাড়ি জমানোর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। দলের সঙ্গে অনুশীলন করে সময় কাটছে তাঁর। চারদিকে শুধু এখন একটাই প্রশ্ন, কখন মাঠে নামবেন মেসি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আজ মিলতে পারে। রেঁসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে! 

১১ জুলাই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি মেসির। প্রাক মৌসুমের প্রস্তুতিও নেওয়া হয়ে ওঠেনি সেভাবে। গত দুই সপ্তাহ দলের সঙ্গে অনুশীলনই শেষ ভরসা মেসির। এ জন্যই মেসিকে মাঠে নামাতে সময় নিচ্ছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যম বলছে, পুরো ম্যাচে না হলেও আজ বদলি হিসেবে নামতে পারেন মেসি। অন্তত ৩০ মিনিটের জন্য পিএসজির জার্সি গায়ে মেসির খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।

তবে মেসির অভিষেক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি পচেত্তিনো। রেঁসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির স্বদেশি কোচ বলেছেন, ‘আমরা এখনো স্কোয়াড ঘোষণা করিনি।’ পরক্ষণে অবশ্য তিন তারকা নেইমার, এমবাপ্পে আর মেসিকে আজকের স্কোয়াডে রাখার ইঙ্গিত দিয়েছেন, ‘তারা তিনজনই খুব সম্ভবত স্কোয়াডে থাকছে। আমরা দেখব তারা ম্যাচের শুরু থেকে খেলতে পারে কি না!’ 

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি