ক্রীড়া ডেস্ক
মৌসুম অর্ধেক পথ পাড়ি দিয়েছে বটে তবে এখনো অনেক রাউন্ড বাকি। তাহলে কীভাবে এত তাড়াতাড়ি চলতি মৌসুমের শিরোপা নিষ্পত্তি হতে যাচ্ছে লা লিগা ও বুন্দেসলিগায়! সেই প্রশ্ন করতেই পারেন আগ্রহী পাঠকেরা।
তবে শীর্ষ ফুটবলের এই দুই লিগের পয়েন্ট তালিকার দিকে তাকালে বিষয়টি একটু হলেও পরিষ্কার হবে। সঙ্গে যদি দেখে নেওয়া যায় আজকের টিভি সূচিটা। আজ রাতে লা লিগায় মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার দুই শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ও জিরোনা আর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভাকুসেন।
এবার এ দুই লিগে যা হচ্ছে, সেটি ফুটবল প্রেমীদের দিচ্ছে রোমাঞ্চের অনুভূতি। দুই লিগের বেশ কিছু সাদৃশ্য দেখে আপনি অবাকই হবেন। লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে জিরোনার পয়েন্ট ব্যবধান ২। বুন্দেসলিগাতেও একই। ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৮ আর জিরোনার ৫৬। বুন্দেসলিগায় শীর্ষে থাকা লেভারকুসেনের পয়েন্ট ২০ ম্যাচে ৫২ আর সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০।
লা লিগায় সর্বোচ্চ ৩৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। সেখানে জিরোনা কখনো দুইয়ে থেকে মৌসুম শেষ করতে পারেনি। ২০১৮-১৯ মৌসুম শেষে শীর্ষ লিগ থেকে তাদের অবনতি হয়। ফেরে গত মৌসুমে। ১০ নম্বরে থেকে ২০২২-২৩ মৌসুম শেষ করা দলটিই এবার স্বপ্ন দেখছে প্রথমবার লা লিগা জয়ের। বেশ কিছুদিন শীর্ষেও ছিল তারা। মৌসুমের শুরু থেকে সিংহাসন দখলের লড়াইয়ের রিয়ালের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড় চলছে কাতালোনিয়ার ক্লাবটির। নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাব শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লেও রিয়ালকে চোখ রাঙাচ্ছে জিরোনায়।
তাদের এই স্বপ্ন দেখাচ্ছেন মাদ্রিদে জন্ম মাইকেল। খেলোয়াড়ী জীবন শেষে ২০২১ সালে জিরোনার দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে শীর্ষ লিগেও ফেরান তিনি। তবে জিরোনা ঘাড়ে নিশ্বাস ফেললেও আজকের ম্যাচটি শিরোপা নিষ্পত্তি করে দেবে না মনে করেন কার্লো আনচেলত্তি। আজ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাইকেলের শিষ্যদের আতিথেয়তা দেওয়ার আগে রিয়ালের কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যে জিতবে সেই সুবিধা পাবে। তবে লিগের এখনো অনেক পথ বাকি। দুই দলই খুব ভালো অবস্থানে আছে এবং এই ম্যাচ লিগ নিষ্পত্তি করবে না। তবে জয়ী দল অন্যদের চেয়ে বেশি সুবিধা পাবে। আমি মনে করি লিগ নিষ্পত্তি হবে না, কী ঘটে সেটি ব্যাপার না। দুই দলেরই সর্বোচ্চ পয়েন্ট এবং শিগগিরই ৮০ পয়েন্ট হবে যাবে। ৮০ পয়েন্ট নিয়েও আপনি লিগ নাও জিততে পারেন। তবে সম্ভাবনার খুব কাছে চলে আসবেন।’
আজ এই দুই লিগে যে জিতুক না কেন, আনচেলত্তির কথা মতো লিগ জয়ের দিকে এগিয়ে যাবে তারাই। এখনই আনুষ্ঠানিক শিরোপা নিষ্পত্তি না হলেও শিরোপা জয়ের স্বপ্নটা আরও প্রকট হবে জয়ী দলের।