হোম > খেলা > ফুটবল

১৬ কোটি টাকা ঘুষ দিয়ে বড় শাস্তির মুখে বার্সা

রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। 

জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। 

নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। 

তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা। 

বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল