Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

৯০ মিনিটেই ডর্টমুন্ডের সব হাসি রূপ নিল কান্নায়

ক্রীড়া ডেস্ক

৯০ মিনিটেই ডর্টমুন্ডের সব হাসি রূপ নিল কান্নায়

শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে এবারের বুন্দেসলিগা। বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে জমে উঠেছিল ইঁদুর বিড়াল খেলা। শিরোপার লড়াইয়ের সমীকরণ হয়ে গিয়েছিল বেশ জটিল। শেষ পর্যন্ত সমীকরণের মারপ্যাঁচে জিতে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা ঘরে তুলল তারা। অন্যদিকে কাছাকাছি এসেও ডর্টমুন্ডের শিরোপা জয়ের আক্ষেপ বাড়ল। 

২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার শেষ দিন ছিল আজ। আজকের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্র তে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। 

১১ বছর পর শিরোপা জয়ের কাছে এসে না জেতার আক্ষেপ ডর্টমুন্ডের। ছবি: এএফপিকোলনের বিপক্ষে খুব দ্রুতই এগিয়ে যায় বায়ার্ন। ৮ মিনিটে লিরয় সানের অ্যাসিস্টে গোল করেন কিংসলে কোমান। অন্যদিকে সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মেইঞ্জ। ১৫ ও ২৪ মিনিটে গোল দুটি করেন আন্দ্রেস হানছে ওলসেন ও করিম ওনিসিও। ৮০ মিনিট পর্যন্ত শিরোপা বলতে গেলে বায়ার্নের হাতেই ছিল। ঠিক তার পরের মিনিট সমীকরণ পাল্টে যাওয়া শুরু করে। ৮১ মিনিটে পেনাল্টি থেকে কোলনের গোল করেন দেয়ান জুবিসিচ। তখন আবার শিরোপার লড়াইয়ে এগিয়ে যায় ডর্টমুন্ড। 

 ২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন কে হবে, তা দুলতে থাকে পেন্ডুলামের মতো। এরপর ৮৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন জামাল মুসিয়ালা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা ১১ মৌসুম বুন্দেসলিগা জেতে বায়ার্ন। আর মেইঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করে ডর্টমুন্ড। ১১ বছর পর শিরোপার কাছাকাছি এসেও আক্ষেপে পুড়তে হয়েছে ডর্টমুন্ডকে। সর্বশেষ ২০১১-১২ মৌসুমে বুন্দেসলিগা জিতেছিল তারা।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার