হোম > খেলা > ফুটবল

আর্থিক নিয়ম ভাঙায় বার্সা-ম্যান ইউনাইটেডের জরিমানা

জুভেন্টাসের মতো আর্থিক নিয়ম ভাঙার সত্যতা মিলেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। তার শাস্তিস্বরূপ দুই ক্লাবকে জরিমানাও করেছে উয়েফা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২২ সালের আর্থিক নিয়ম ভাঙায় ম্যানচেস্টার ইউনাইটেডকে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। অন্যদিকে বার্সা ইংলিশ ক্লাবের চেয়ে প্রায় দুই গুণ জরিমানা গুনছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ৬ কোটি ১২ লাখ টাকা গুনতে হবে।

ব্রেক-ইভেনের ঘাটতির কারণে ইউনাইটেডকে এই জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তি মেনে নিয়ে এক বিবৃতিও দিয়েছে রেড ডেভিলসরা। ক্লাবটি লিখেছে, ‘ফল দেখে হতাশ হলেও উয়েফার শাস্তি মনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।’ ইউনাইটেডের চেয়ে বার্সা বেশ কিছু আইন ভঙ্গ করেছে। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরও বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছে কাতালান ক্লাব।

শুধু বার্সা-ইউনাইটেডই নয়, উয়েফা তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকেও জরিমানা করেছে। দুটি দলকে সমান ১ কোটি ২৩ লাখ টাকা গুনতে হবে। এদের সঙ্গে কিছু পরিমাণে জরিমানা গুনতে হবে বেলজিয়াম ও তুরস্কের আরও কয়েকটি ক্লাবকে।

সর্বশেষ মৌসুমে আর্থিক নিয়ম ভাঙায় ১০ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। আর্থিক অসংগতির সঙ্গে জড়িত থাকায় ‘তুরিনের বুড়িদের’ সাবেক সভাপতি আন্দ্রে আগনেল্লিকে ১৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ইতালিয়ান ক্লাবের মতোই এবার অভিযোগ পাওয়ায় পয়েন্ট কাটার কোনো শাস্তি না পেলেও জরিমানা গুনতে হলো বার্সা-ম্যান ইউনাইটেডসহ আরও বেশ কটি ক্লাবকে।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন