হোম > খেলা > ফুটবল

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা সিটির ফোডেন 

ওয়েস্ট হামকে হারাতে পারলে আগামীকাল ঘরের মাঠ ইতিহাদে শিরোপা উৎসব করবে ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে টানা চারবার জিতবে ইংলিশ ফুটবলের শীর্ষ শিরোপা। এমন ইতিহাসের অংশ হওয়ার আগে সুখবর পেলেন ফিল ফোডেন। প্রিমিয়ার লিগের এ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতিহাদের ইংলিশ মিডফিল্ডার। 

আগের মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বছরের সেরা খেলেয়াড়েরও পুরস্কার জিতেছিলেন ফোডেন। ফুটবল লেখকদের বেশিরভাগ ভোটই পড়েছে ২৩ বছর বয়সী এই তারকার বাক্সে। এবার মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ফোডেন বলেছেন, ‘এই পুরস্কার এবং অর্জনে আমি খুবই গর্বিত।’ 

এ মৌসুমে লিগে ফোডেন ক্যারিয়ারসেরা ১৭ গোল করেছেন, সঙ্গে ৮ অ্যাসিস্ট। লিগে আগামীকাল সিটি শেষ রাউন্ডে মুখোমুখি হবে ওয়েস্ট হামের। এই ম্যাচ জিতলেও আর্সেনালকে দুইয়ে রেখে মৌসুম শেষ করবেন ফোডেনরা। সেই ইতিহাস গড়ার দিকে তাকিয়ে তিনি নতুন স্বীকৃতি পেয়ে আরও বলেছেন, ‘বিশ্বের সেরা লিগ হিসেবে স্বীকৃত প্রিমিয়ার লিগ। নিজেদের ক্লাবের হয়ে মৌসুম উপভোগ করা অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে মনোনীত হতে পেরে আনন্দিত।’ 

এ মৌসুমে লিগে সিটির জার্সিতে ফোডেনের চেয়ে বেশি গোল করেছেন শুধু আর্লিং হালান্ড। ৩০ ম্যাচে ২৭ গোলে লিগে শীর্ষেও আছেন নরওয়েজীয় স্ট্রাইকার। এ তালিকায় ২২ গোল নিয়ে দুইয়ে আছেন কোল পালমার। চেলসি তারকা নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড়।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি