হোম > খেলা > ফুটবল

‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের কৃতিত্ব সতীর্থদের দিলেন মেসি

২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর নিয়মিতই প্রশংসায় ভাসছিলেন লিওনেল মেসি। এবার ফিফার ২০২২ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেসি। গতকাল প্যারিসে আর্জেন্টাইন তারকা ফুটবলারের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি। 

কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাদের হারিয়ে গতকাল ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন মেসি। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। ক্যারিয়ারে দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি। বর্ষসেরা এই পুরস্কারের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। পুরস্কার নেওয়ার সময় মেসি বলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক কষ্টের পর স্বপ্ন পূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। লিওনেল স্কালোনি, দিবু (মার্তিনেজ) আমরা সবাই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছি। এই পুরস্কারের। এই পুরস্কারের আংশিকটা তাদের এবং আমরা যা করেছি, তার স্বীকৃতি এটা।’ 

এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পরপরই বিবিসির ২০২২-এর সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতেছিলেন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাত ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট। লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল