হোম > খেলা > ফুটবল

ক্লপের ভাষা বোঝেন না নুনেজ

গ্রীষ্মকালীন দলবদলে ৭৫ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন ডারউইন নুনেজ। কিন্তু নিজের জাত ঠিক চেনাতে পারছেন না উরুগুইয়ান স্ট্রাইকার। ওদিকে, ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে গোলের বন্যা বসিয়ে দিচ্ছেন আর্লিং হালান্ড। 

নুনেজের কাছে শুরু থেকেই বড় কিছুর প্রত্যাশা করছিলেন লিভারপুল সমর্থকেরা। উল্টো হতাশ করেছেন তিনি। অ্যানফিল্ডে অভিষেকের দিনই লাল কার্ড দেখে বসে থেকেছেন কিছুদিন। ফেরার পর কী যে হলো, নুনেজ যেন গোল করতেই ভুলে গেলেন! 

কেন ছন্দ হারিয়ে ফেললেন নুনেজ? উত্তরটা দিয়েছেন নিজেই। দলীয় আলোচনায় কোচ ইয়ুর্গেন ক্লপের কথা নাকি বুঝতেই পারেন না তিনি! এ জন্যই তাঁর আত্মবিশ্বাসে চিড় 

ব্রাজিলের সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নুনেজ বলেছেন, ‘সত্যি বলতে, তাঁর (ইয়ুর্গেন ক্লপ) লেকচারের কিছুই বুঝি না।’ কোচের কথা পরে সতীর্থদের সহায়তায় বুঝে নেন জানিয়ে তিনি আরও বলেছেন, ‘শুধু এটা বুঝেছি, কোচ ম্যাচে খুব সহজ কিছু কাজ করতে বলেন। আত্মবিশ্বাস ধরে রেখে ভয়ডরহীন ফুটবল খেলতে বলেন।’ 

ক্লপের কথা না বোঝায় কখনো কখনো আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয় বলেও জানিয়েছেন নুনেজ, ‘অনেক ক্ষেত্রে আমি সিদ্ধান্তহীনতায় ভুগি। পুরোপুরি আত্মবিশ্বাসীও থাকতে পারি না। কিন্তু ধীরে ধীরে তা কেটে উঠছে। কোচ সব সময়ই আমাকে আত্মবিশ্বাস বাড়াতে সহযোগিতা করেন। আশা করি গোল আসবে। একবার নিয়মিত হতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল