৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপা জিতে নাপোলির বাঁধনহারা উদ্যাপন হওয়াটাই স্বাভাবিক। আর এই উদ্যাপন চলা অবস্থায় ঘটেছে দুর্ঘটনা। মারা গেছেন ২৬ বছর বয়সী এক ভক্ত।
ডেসিয়া এরিনায় গতকাল নাপোলির প্রতিপক্ষ ছিল উদিনেস। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় নিশ্চিত হয় নাপোলিদের ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা। ১৯৯০-এর পর এই টুর্নামেন্ট জেতে নেপোলিটানরা। ৩৩ বছর পর শিরোপা জয়ের উৎসবে নেপলসে নাপোলি সমর্থকদের ঢল নামে। নেপলসের পিয়াজ্জা ভোল্টারনো এলাকায় উৎসবে গুলিবিদ্ধ হন ২৬ বছর বয়সী এক ভক্ত। কার্দারেল্লি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন। তবে খুব দ্রুতই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গতকাল রাতে নাপোলির শিরোপাজয় উদ্যাপন করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। চিকিৎসাসেবা নিতে হাসপাতালে গেছেন ২০৩ জন। তার মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আর ছুরিকাঘাতে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া বাজিতে অনেকেরই হাত পুড়ে গেছে। অনেকের কবজি, ঘাড়, নাক ভেঙে গেছে। কারও কারও চোখের সমস্যা এবং অ্যাজমায়ও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। ২০ বছর বয়সী এক মেয়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নেপলসের ফ্রাট্টাম্যাগোয়ার এলাকায় বন্ধুদের সঙ্গে নাপোলির শিরোপা জয় উদ্যাপন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েছেন তিনি। মৃত্যুর ঝুঁকিতেও আছেন তিনি।