ক্রীড়া ডেস্ক
ইউরোর ফাইনাল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজেদের ‘আন্ডারডগ’ দাবি করছে স্পেন।
স্পেন, ইংল্যান্ড দল দুটির এবারের ইউরোতে ফাইনালে ওঠার পথচলা দুই রকম। আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছে স্পেন। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে স্প্যানিশরা করেছে ১৩ গোল, হজম করেছে মাত্র ২ গোল। স্পেনের গোলরক্ষক উনাই সিমন রীতিমতো সুপারম্যান হয়ে উঠেছেন। বিপরীতে ইংল্যান্ডের পথচলা অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হচ্ছে। কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল নিয়েও বেশ সমালোচিত হচ্ছে।
শুধু তাই নয়, অতীত ইতিহাসও কথা বলছে স্পেনের পক্ষে। এবারের আগে তিনবার ইউরো জিতেছে স্প্যানিশরা। ইংল্যান্ডের ক্যাবিনেটে নেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। গত ইউরোতে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল ইতালির কাছে হেরে। তবু এবারের ফাইনালে নিজেদের ফেবারিট মানতে নারাজ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফেবারিট বলে কিছু নেই। সমানে সমানে লড়াই হবে এখানে। আমাদের আগের নকআউট ম্যাচগুলোতে যেমনটা হয়েছে, তেমনই হতে যাচ্ছে। গত ম্যাচগুলোতে যেমন খেলেছি, সেই লেভেলে খেলতে যদি না পারি, তাহলে আমাদের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই।’