হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ‘উট ভাইরাসে’ আক্রান্ত ফ্রান্সের তিন তারকা

ক্রীড়া ডেস্ক

মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তাদের সামনে এখন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানিও। তবে রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বেশ দুশ্চিন্তায় ফরাসি কোচ দিদিয়ের দেশম। ডিফেন্ডার দায়োত উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর পর ‘ক্যামেল ভাইরাসে’ আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড কিংসলে কোমান।

গত পরশু আল বায়েত স্টেডিয়ামে শেষ চারে মরক্কোর বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি এই তিন তারকা। ফ্রান্স দলে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কোমান। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ দেশম। তিনি বলেছেন, ‘কোমানের আজ (বৃহস্পতিবার) সকালে জ্বর এসেছে। দোহায় তাপমাত্রা কিছুটা কমেছে এবং এখনো সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। আমাদের দলে কয়েকটি ক্ষেত্রে ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিয়েছে।’

এর আগে এই সপ্তাহে ক্যামেল ভাইরাসের উপসর্গ দেখা দেয় উপামেকানো ও রাবিও শরীরে। সেমির আগে ফ্রান্সের প্রত্যেক ম্যাচে খেলেছেন এ দুই তারকা। ফাইনালের আগে নতুন করে যাতে দলের আর কেউ আক্রান্ত না হয় তার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

গত মাসে বিশ্বব্যাপী ফুটবল জ্বরের মধ্যে উদ্বেগ তৈরি করে ‘ক্যামেল ফ্লু’। বিশ্বকাপে সমাগত দর্শকদের মাঝে যাতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে তার জন্য শঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক লোকের মৃত্যুও হয়েছে ইতিমধ্যে।

ফ্রান্স ফুটবল সম্পর্কিত আরও পড়তে ক্লিক করুন

‘ক্যামেল ফ্লু’ ভাইরাসের উৎস উট। যদিও চিকিৎসা বিজ্ঞানের ভাষায়য় এটি ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম’ বা মার্স নামে পরিচিত। মধ্য প্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এবারের বিশ্বকাপ আসর বসেছে কাতারে। মরুর দেশটিতে উটের সংখ্যাও চোখে পড়ার মতোন।  

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

সেকশন