ক্রীড়া ডেস্ক
গতকাল মিলানের এক সুপারমার্কেটে গিয়েছিলেন পাবলো মারি। তাতেই অনাকাঙ্ক্ষিত এক বিপদের শিকার হলেন তিনি। ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি স্প্যানিশ এই সেন্টারব্যাক।
মিলানের সুপারমার্কেটে হঠাৎই একজন তাক থেকে একটা ছুরি চুরি করেন। এরপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। ভাগ্য ভালো থাকায় বেঁচে গেলেন মারি। হাসপাতালে এখন তাঁর চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪৬ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে। আর এটা সন্ত্রাসী হামলা কি না, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
আর্সেনাল থেকে ধারে সিরি-‘আ’র ক্লাব এফসি মনজাতে খেলছেন মারি। মারির আরোগ্য কামনায় টুইট করেছেন মনজা ক্লাবের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি। গ্যালিয়ানি বলেন, ‘প্রিয় পাবলো, আমরা সবাই তোমার ও তোমার পরিবারের পাশে আছি। তুমি একজন যোদ্ধা। আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
সিরি-‘আ’তে চলতি মৌসুমে এখন পর্যন্তে আট ম্যাচ খেলেছেন মারি। আট ম্যাচে করেছেন ১ গোল। তাঁর দল এসি মনজা সিরি-‘আ’র পয়েন্ট তালিকায় আছে ১৫ নম্বরে।