হোম > খেলা > ফুটবল

২০ বছরের পুরোনো বিপদ চোখ রাঙাচ্ছে জাভির বার্সেলোনাকে

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে বার্সা।

তবে বার্সা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ২০০৫ সালের পরে। এই সময়ের মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে তারা। ২০০৩-০৪ মৌসুমের পর সব আসরে সরাসরি সুযোগও পেয়েছে তারা। তবে সেই ভুলে যাওয়া স্মৃতি এই মৌসুমে আবার ফিরে আসার হুমকি দেখছে কাতালান জায়ান্টরা। 

চ্যাম্পিয়নস লিগে বার্সার পরের ম্যাচ বায়ার্ন মিউনিখের সঙ্গে। এই ম্যাচে হেরে গেলে বিদায় নিতে হতে পারে বার্সাকে। বার্সা হারলে আর বেনফিকা জিতলে বিদায় নিতে হবে কাতালান ক্লাবটিকেই। এমনকি ড্র করলেও থাকবে শঙ্কা। যে কারণে এখন চোখ রাঙাচ্ছে ২০ বছর আগের দুঃস্মৃতি। 

পেপ গার্দিওলার অধীনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বার্সা। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলটি গড়ে তুলেছিলেন গার্দিওলা। কিন্তু বার্সা গ্রুপ পর্ব থেকে শেষবার বাদ পড়ার দুঃস্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে জাভি ও গার্দিওলার নাম। 

২০০০-০১ মৌসুমে বার্সা যখন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ থেকে বাদ পড়ে, সেবার অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল গার্দিওলার হাতেই। যদিও সেবার চোটে পড়ে কোনো ম্যাচ খেলা হয়নি গার্দিওলার। তবে গার্দিওলা না পারলেও ঠিকই মাঠে নেমে ব্যর্থতার সাক্ষী হয়েছেন দলের তরুণ সদস্য জাভি। সমীকরণ না মিললে আরেকবার বার্সার বিদায়ের সাক্ষী হতে পারেন জাভি। 

শুধু গার্দিওলা ও জাভিই নন, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া সেই দলে ছিলেন একাধিক ক্লাব কিংবদন্তিও। সেই তালিকায় ছিলেন প্যাটট্রিক ক্লুইভার্ট, কার্লোস পুয়োল, রিভালদো ও লুইস এনরিকের মতো তারকারাও। সেবার বার্সাকে টপকে নকআউটে গিয়েছিল এসি মিলান ও লিডস ইউনাইটেড।

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন