Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

লিডসের কাছে বিধ্বস্ত চেলসি

ক্রীড়া ডেস্ক

লিডসের কাছে বিধ্বস্ত চেলসি

মৌসুমের শুরুতে আরেকটি বড় ধাক্কা খেল চেলসি। চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে টটেনহামের বিপক্ষে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে দু’বার এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল ব্লুজরা। এবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে টমাস টুখেলের দল। 

লিডসের মাঠ এলান্ড রোডে চেলসি পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ৩৩ মিনিটে শিশুতোষ ভুল করে বসেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। গোলপোস্টের কাছে, ৬ গজের ভেতর শট নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দৌড়ে এসে মেন্দির পা থেকে বল কেড়ে নেন ব্রেন্ডেন অ্যারেনসন। মুহূর্তে খালি পোস্টে বল পাঠিয়ে লিডসে এগিয়ে দেন তিনি। মেন্দির তখন নিজের প্রতি রাগ ঝাড়া ছাড়া আর করার কিছুই ছিল না। 

এই গোল খেয়েই যেন আত্মবিশ্বাসে ধাক্কা লাগে চেলসির। চার মিনিট পর ফের গোল হজম করে বসে তারা। জ্যাক হ্যারিসনের দুর্দান্ত ফ্রি-কিক পেয়ে লিডসের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো মোরেনো। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জেসে মার্শের দল। মার্সেলো বিয়েলসার পরিবর্তে এই আমেরিকান কোচ এই বছর দায়িত্ব নিয়েছেন লিডসের। 
 
সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে পরিবর্তন আনেন টুখেল। কিন্তু চেলসিকে সুবিধা করতে দেয়নি লিডসের রক্ষণভাগ। ভয় ধরানোর মতো কোনো আক্রমণ শাণাতে পারেনি ব্লুজরা। উল্টো ৬৯ মিনিটে তৃতীয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এবার দুর্দান্ত এক আক্রমণ থেকে মোরেনোর পা ছোঁয়া বল ঠোকা দিয়ে জালে পাঠান হ্যারিসন। তিন গোল হজম করে মেজাজ ঠিক রাখতে পারেননি কালিদো কোলিবালি। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই সেন্টার-ব্যাক। বাকি সময় নিজেদের রক্ষণ সামলে রেখে বড় জয় তুলে নেয় লিডস। 

প্রিমিয়ার লিগে এই হারে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১২তম স্থানে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে লিডস।

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ