হোম > খেলা > ফুটবল

হামজার ফাইল এখনো ফিফার টেবিলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চোধুরী। ছবি: এএফপি

হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।

বিষয়টি নিয়ে গতকাল বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে বলেন, হামজাকে দলে টানতে তাঁরা কাজ করে যাচ্ছেন। কদিন আগেও ফিফার চাহিদা মোতাবেক কিছু ডকুমেন্ট পাঠিয়েছে বাফুফে, ‘আমরা কদিন আগে কিছু ডকুমেন্ট ফিফাকে দিয়েছি। আসলে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলায় প্রক্রিয়াটা জটিল হয়ে গেল। এ জন্য একটু সময় লাগছে।’

এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় হামজার বাবা মোরশেদ দেওয়ানের সঙ্গে। তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি, ‘দেখুন, আমার কাছে কোনো খবর নেই। বাফুফেই তো হামজার বিষয়টা দেখছে, তারা বলতে পারবে কবে কী হবে।’

এর আগে লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে আবেদনে সাড়া দিয়ে হামজার ছাড়পত্র পাঠিয়ে দেয় তারা। সেই ছাড়পত্র চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠায় বাফুফে। ফিফার সেই বিশেষ কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।

কিন্তু গত মাসে ফিফা আরও বাড়তি ডকুমেন্টস চেয়ে বাফুফেকে মেইল পাঠায়। কদিন আগে আরও কিছু ডকুমেন্ট চেয়েছে তারা। সেসব ডকুমেন্ট বাফুফে জোগাড় করে ফিফাকে ফিরতি মেইল দিয়েছে। এখন কেবল অপেক্ষা। ফিফা ‘হ্যাঁ’ বললে হামজাকে আনার পরের প্রক্রিয়া শুরু করতে পারবে বাফুফে।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন