হোম > খেলা > ফুটবল

তাহলে ম্যানইউতে থেকে যেতে হচ্ছে রোনালদোকে

ক্রীড়া ডেস্ক

সিদ্ধান্ত এখনো পাকাপাকি হয়নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সাফ জানিয়ে দিয়েছে, তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়বে না। আর পর্তুগিজ উইঙ্গারেরও অন্য ঠিকানায় যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ।

কারণ ইতিমধ্যে আতলাতিকো মাদ্রিদ ৩৭ বছর বয়সী তারকাকে দলে নেওয়ার দৌড়ে ক্ষান্ত দিয়েছে। লা লিগার ক্লাবটির প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে, রোনালদোকে দলে নেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। এদিকে তাঁর বায়ার্ন মিউনিখ বা চেলসিতে যাওয়ার যে গুঞ্জন, তাও প্রায় থেমে গেছে।

রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় গাড়ি চালিয়ে ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটেনে যান রোনালদো। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট হোর্হে মেন্দেস। এর আো ঘণ্টা পর পৌঁছান রেড ডেভিলদের সাবেক কোচ স্যার আলেক্স ফার্গুসন।

২০০৩ সালে এই কিংবদন্তি কোচের অধীনে ১৮ বছর বয়সে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন রোনালদো। স্কটিশ কোচের প্রভাবে জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ তারকা। এবারও স্যার ফার্গুসনকে ইউনাইটেড কর্তৃপক্ষ আলোচনায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর প্রিয় শিষ্যকে বুঝিয়ে-সুজিয়ে যদি ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে পারেন।

কার্যত আলোচনায় সফল বলা চলে ইউনাইটেডকে। তারা জানিয়েছে, সিআর সেভেন বিক্রির জন্য নয়। রোনালদো থাকতে রাজি হয়েছেন কি না, জানা না গেলেও সিআর সেভেনকে ছাড়বে না জানিয়েছে ম্যানইউ।

ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়ার কথা জানানোর পর এবারই প্রথম কোচ টেন হাগের সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদো। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে ইউনাইটেড থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যে ১৭ দিনের সফরে গিয়েছিল, সেই সফরে যাননি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।

আলোচনায় এজেন্ট মেন্দেস রোনালদোর পক্ষ নিয়ে কথা বলেছেন। তবে কোথায় যাবেন পর্তুগিজ উইঙ্গার? বায়ার্ন ও চেলসি ইতিমধ্যে ‘না’ জানিয়ে দিয়েছে। তাঁর ঠিকানা বদলানোর অপশনও কমে আসে যখন আতলেতিকোর প্রেসিডেন্ট এনরিখ সেরেজো রোনালদোকে দলে নিতে চাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয় দেন।

এক স্প্যানিশ রেডিওকে তিনি বলেন, ‘আমি জানি না, ক্রিস্টিয়ানো রোনাদালদোর আতলেতিকো মাদ্রিদে আসতে চাওয়ার বিষয়টি নিয়ে কে গল্প ফেঁদেছে। এটা সত্য নয়। তাঁর আতলেতিকো মাদ্রিদে আসা কার্যত অসম্ভব।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন