এল-ক্লাসিকোতে বার্সেলোনার সঙ্গে যেন পেরেই উঠছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ থেকে লা-লিগা—সব জায়গায় হেরে যাচ্ছে রিয়াল। গতকাল ন্যু ক্যাম্পে লা-লিগায় ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। তবে কার্লো আনচেলত্তি মনে করেন, এই ম্যাচে রিয়ালের জয় প্রাপ্য ছিল।
ন্যু ক্যাম্পে গতকাল প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৯ মিনিটে রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। এরপর ৪৫ মিনিটে সার্জি রবার্তোর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর ৮১ মিনিটে মার্কো অ্যাসেনসিওর গোলে এগিয়ে যায় রিয়াল। তবে মুহূর্তেই তা ‘হরিষে বিষাদে’ পরিণত হয় লস ব্লাঙ্কোসদের কাছে। অফসাইড হওয়ায় গোল বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২-১ গোলে এল-ক্লাসিকো জেতে বার্সা।
ম্যাচ শেষে অ্যাসেনসিওর বাতিল হওয়া গোল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘রেফারির সিদ্ধান্ত (ভিএআর) আমাদের মেনে নিতে হবে। তবে অফসাইড নিয়ে আমার সন্দেহ আছে। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
এল-ক্লাসিকো জিতে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিল বার্সেলোনা। দুটো দলই লা লিগায় খেলেছে ২৬টি করে ম্যাচ। বার্সার পয়েন্ট ৬৮ আর রিয়ালের পয়েন্ট ৫৬। শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপার লড়াই চালিয়ে যেতে চান আনচেলত্তি, ‘মৌসুমের শেষ পর্যন্ত আমরা লড়ব। পিছিয়ে থাকলেও আমরা এটা নিয়ে ভাবছি না। মৌসুমে আমরা কিছু জিততে পারব।’