Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বসুন্ধরা-আবাহনী ম্যাচেই হতে পারে বিপিএল শিরোপার নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বসুন্ধরা-আবাহনী ম্যাচেই হতে পারে বিপিএল শিরোপার নিষ্পত্তি

বিপিএল ফুটবলের পঞ্চম রাউন্ড শুরু হবে আজ। কোন দলের ঘরে যাবে লিগ শিরোপা, সেই পূর্বানুমান করার জন্য সময়টা একটু বেশি জলদি মনে হলেও বাস্তবতা ভিন্ন। লিগ শেষে কে হাসবে শেষ হাসি তার ফয়সালা হয়ে যেতে পারে আজ গোপালগঞ্জে। দেশের ঘরোয়া ফুটবলের সব নজর তাই শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস-আবাহনী লিমিটেড ম্যাচের ওপর। 

প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে শীর্ষে বসুন্ধরা। ১০ পয়েন্টে দুইয়ে মোহামেডান, ৭ পয়েন্টে তিনে আবাহনী। পয়েন্টের হিসাবে মোহামেডানকে বসুন্ধরার বড় প্রতিদ্বন্দ্বী মনে হলেও সাদা-কালোরা আগের ১৫ আসরে যা পারেনি, এবার সেই আরাধ্য লিগ জিতে যাবে এমন বাজি ধরার পক্ষে লোক খুব কমই। ২০১৮ সালের পর থেকে লিগের লড়াইটা বসুন্ধরার সঙ্গে আবাহনীর। 

লিগের প্রথম দুই ম্যাচে ৫ পয়েন্ট হারিয়ে বসুন্ধরাকে শীর্ষে তুলে দিয়েছে আবাহনীই। আজ হেরে গেলে দুই দলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৮। আকাশি-নীলরা একরকম ছিটকে যাবে শিরোপার লড়াই থেকে। আর জিতলে ব্যবধান কমে আসবে ২ পয়েন্টে। তখন শিরোপার লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত। সমীকরণটা তাদের মাথায় ভালোভাবে আছে বলেই জানালেন আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ‘আমাদের অবস্থানটা কী, হারলে কী হবে; জিতলে কী হবে, সেটা খেলোয়াড়েরা ভালোভাবেই জানে। বাকিটা ভাগ্যের ওপর। সৌভাগ্যেরও একটা বিষয় আছে। আমরা টানা তিন ম্যাচ জিতেছি। ছেলেরা আত্মবিশ্বাসী।’ 

প্রথম দুই ম্যাচের ধাক্কা সামলে ফেডারেশন কাপসহ টানা তিন ম্যাচ জিতেছে আবাহনী। প্রতিপক্ষের এভাবে ঘুরে দাঁড়ানোকে নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ ভাবছেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন, ‘ওরা টানা তিন ম্যাচ জিতেছে যেটা ওদের উজ্জীবিত করেছে এবং পারফরম্যান্সেও এর প্রভাব থাকবে। মৌসুমের শুরুর ধাক্কা সামলে নতুন কোচের অধীনে দলটা মানিয়েও নিয়েছে। নিশ্চিতভাবে ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিতে আমরাও মুখিয়ে আছি।’

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো