হোম > খেলা > ফুটবল

চেলসির খেলোয়াড়েরা স্পর্শও করতে চান না ‘অভিশপ্ত’ ৯ নম্বর জার্সি

ক্রীড়া ডেস্ক

বিগত কয়েক বছর ধরেই চেলসি দলের সাফল্য বা সম্মানের বদলে তাদের '৯' নম্বর জার্সিটি একরকম ব্যর্থতার প্রতীক হয়ে আছে। সাধারণত ৯ নম্বর জার্সি দলের স্ট্রাইকারকে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর ধরে চেলসির এই জার্সি নম্বর তাদের জন্য অভিশাপ হিসেবেই ধরা হয়। 

এরই ধারাবাহিকতায় চেলসির খেলোয়াড়েরা কেউই আর ৯ নম্বর জার্সিটি পরে খেলতে চান না। এমনকি স্পর্শ করা থেকেও নাকি তাঁরা বিরত থাকেন। বিস্ময়কর এই তথ্য জানিয়েছেন কোচ টমাস টুখেল।

চেলসির খেলোয়াড়েরা কেন ৯ নম্বর জার্সিটি নিতে চাননি, সে প্রসঙ্গে টুখেল বলেন, ‘মানুষ আমাকে বলে এটি অভিশপ্ত! এমন নয় যে আমরা কৌশলগত কারণে বা কিছু খেলোয়াড়ের জন্য এটি উন্মুক্ত রেখেছি। ৯ নম্বর জার্সির জন্য খুব বেশি চাহিদা ছিল না। খেলোয়াড়রা মাঝে মাঝে সংখ্যা পরিবর্তন করতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটি স্পর্শ করতে চায় না।’

টুখেল জানিয়েছেন, তিনি কুসংস্কারে বিশ্বাসী, তাই তিনিও আসলে নিশ্চিত নন এর শেষ কোথায়। তিনি বলেন, ‘৯ নম্বর জার্সির অভিশাপের শেষ কবে হবে, তার প্রতিশ্রুতি দিতে পারছি না। আমি নিজেও কুসংস্কারাচ্ছন্ন। বুঝতে পারি কেন খেলোয়াড়েরা এটাকে স্পর্শ করে না।’

রোমেলু লুকাকু ইন্টার মিলানে ফিরে যাওয়ার পর চেলসির ৯ নম্বর জার্সিধারী ফুটবলার নেই। স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকুকে ঘিরে প্রত্যাশার পারদ ওপরে উঠলেও সেটি তিনি পূরণ করতে পারেননি।

অতীত ইতিহাস বলছে, চেলসিতে খেলতে এসে যাঁরাই ৯ নম্বর জার্সি পরে খেলেছেন, তাঁরা বিভিন্ন কারণে পরে ফর্ম হারিয়েছেন । কেউ কেউ চোটে পড়েও ছিটকে গেছেন। এই অভিশাপের সূচনা হয়েছিল জিমি ফ্লয়েড হ্যাসেলব্যাংককে দিয়ে। তাঁর আগে অনেকে ব্যর্থ হলেও মূলত ধারাবাহিক ব্যর্থতার শুরু এখানেই। অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা থেকে অবনমিত হলে ২০০০ সালে ক্লাব রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে চেলসিতে নাম লিখিয়েছিলেন ফ্লয়েড।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন