Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস

ক্রীড়া ডেস্ক

অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস

ঢাকা: চ্যাম্পিয়নস লিগ শিরোপা যেন রিয়াল মাদ্রিদের নামে খোদাই করা! মাঝে মাঝে তারা শুধু অন্যদের জিততে দেয়। এখন পর্যন্ত ১৩বার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তুলেছে তারা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা দুই দলের সম্মিলিত শিরোপা রিয়ালের চেয়ে কম। শিরোপা–জয়ের এই অভিজ্ঞতার সঙ্গে রিয়ালের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভরপুর।

আলফ্রেডো ডি স্টেফানোতে সেমিফাইনালের আজ প্রথম লেগে রিয়ালের এই আধিপত্য মাথায় রেখেই আতিথ্য নিতে হবে চেলসিকে। অভিজ্ঞতায় রিয়ালের চেয়ে পিছিয়ে থাকলেও ব্লুজ শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। বিশেষত টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর থেকে অন্য এক চেলসির দেখা মিলছে। ইতিহাস ও পরিসংখ্যান কোনো কিছুই স্টামফোর্ড ব্রিজের দলটির পক্ষে নেই।

এখন পর্যন্ত মাত্র একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে তুলেছে চেলসি। সেটিও ৯ বছর আগে। টানা শুধুই হতাশার দেখা মিলেছে। চলতি মৌসুমেও বেশির ভাগ সময় হতাশায় কেটেছে দলটির। তবে ছবিটা বদলে যায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে টুখেল দায়িত্ব নিলে। জার্মান এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকেই চেলসি যেন অপ্রতিরোধ্য! তাঁর অধীনে এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচ হেরেছে চেলসি।

গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে টুখেলের। যদিও সেবার পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ দিতে পারেননি। তাই এবার হয়তো আর খালি হাতে ফিরতে চাইবেন না তিনি।

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক