হোম > খেলা > ফুটবল

অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস

ঢাকা: চ্যাম্পিয়নস লিগ শিরোপা যেন রিয়াল মাদ্রিদের নামে খোদাই করা! মাঝে মাঝে তারা শুধু অন্যদের জিততে দেয়। এখন পর্যন্ত ১৩বার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তুলেছে তারা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা দুই দলের সম্মিলিত শিরোপা রিয়ালের চেয়ে কম। শিরোপা–জয়ের এই অভিজ্ঞতার সঙ্গে রিয়ালের ব্যক্তিগত অভিজ্ঞতাও ভরপুর।

আলফ্রেডো ডি স্টেফানোতে সেমিফাইনালের আজ প্রথম লেগে রিয়ালের এই আধিপত্য মাথায় রেখেই আতিথ্য নিতে হবে চেলসিকে। অভিজ্ঞতায় রিয়ালের চেয়ে পিছিয়ে থাকলেও ব্লুজ শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। বিশেষত টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর থেকে অন্য এক চেলসির দেখা মিলছে। ইতিহাস ও পরিসংখ্যান কোনো কিছুই স্টামফোর্ড ব্রিজের দলটির পক্ষে নেই।

এখন পর্যন্ত মাত্র একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে তুলেছে চেলসি। সেটিও ৯ বছর আগে। টানা শুধুই হতাশার দেখা মিলেছে। চলতি মৌসুমেও বেশির ভাগ সময় হতাশায় কেটেছে দলটির। তবে ছবিটা বদলে যায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে টুখেল দায়িত্ব নিলে। জার্মান এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকেই চেলসি যেন অপ্রতিরোধ্য! তাঁর অধীনে এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচ হেরেছে চেলসি।

গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে টুখেলের। যদিও সেবার পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ দিতে পারেননি। তাই এবার হয়তো আর খালি হাতে ফিরতে চাইবেন না তিনি।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা