পদত্যাগ করেও ছাড় পাননি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। ঘাড়ে ঝুলে ছিল নিষেধাজ্ঞার শাস্তি। অবশেষে সেই শাস্তির পরিমাণটাও জানিয়ে দিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক চুমোতে সব রকম ফুটবলীয় কর্মকাণ্ড থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে রুবিয়ালেসকে।
গত আগস্টে নারী বিশ্বকাপের ফাইনালের পুরস্কারের মঞ্চে বিশ্বকাপজয়ী স্পেন দলের ফুটবলার জেনি হারমোসোকে ঠোঁটে চুমু খেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। সেই ঘটনায় এক সপ্তাহ পর তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা।
পুরস্কার মঞ্চে জেনি হারমোসোকে চুমুর আগে ভিআইপি বক্সে নিজের ‘অণ্ডকোষ’ চেপে ধরে বিজয় উল্লাস করেও সমালোচনায় পড়েন রুবিয়ালেস। তাঁর পাশে তখন দাঁড়িয়ে ছিলেন স্পেনের রানী লেতিসিয়া ও ১৬ বছর বয়সী রাজকুমারী সোফা।
তীব্র সমালোচনার জেরে সেপ্টেম্বরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও উয়েফার সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান রুবিয়ালেস। ফিফা থেকে পান ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞা। তাঁর সমালোচিত চুমু কাণ্ডে একটি তদন্ত কমিটি গঠন করে ফিফা। আজ সোমবার ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবলের সাবেক সভাপতি ফিফার আইনে ১৩ ধারায় অভিযুক্ত প্রমাণিত হয়েছেন রুবিয়ালেস। আর এ কারণে সব রকম ফুটবল কর্মকাণ্ড থেকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।
গত মাসে মাদ্রিদে রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন জেনি হারমোসো। সেই মামলায় দোষীও প্রমাণিত হোন রুবিয়ালেস। মামলার রায়ে হারমোসোর ২০০ মিটারের মধ্যে যাওয়ার বিষয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আদালত।