হোম > খেলা > ফুটবল

‘পেলে শনি গ্রহের ফুটবলার’ 

ক্রীড়া ডেস্ক

‘মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে’-সদ্য প্রয়াত পেলের ব্যাপারটা যেন এমনই। পেলেকে এখনো অনেকে নানাভাবে স্মরণ করছেন, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলারকে নিয়ে অনেকে বিভিন্ন রকম স্মৃতিচারণ করছেন। কিংবদন্তির সতীর্থদের মতে, তিনি (পেলে) ভিন গ্রহের ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। যেখানে নেইমারের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা এই কিংবদন্তি ফুটবলার। ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের তিনটিই এসেছে পেলের হাত ধরে। ১৯৫৮,১৯৬২, ১৯৭০-এই তিন বিশ্বকাপ জিতেছিলেন পেলে। এই সময়ে পেলের সতীর্থ ছিলেন হোসে মাসিয়া ও গার্সন ডি অলিভিয়েরা নুনেস। যেখানে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে পেলের সঙ্গে খেলেছিলেন হোসে মাসিয়া এবং ১৯৭০ বিশ্বকাপে ছিলেন গার্সন।

গার্সন তুলনা প্রসঙ্গে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ম্যারাডোনার কথা বলেছেন। গার্সন বলেন, ‘লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ম্যারাডোনা সবাই ব্যতিক্রমী, দুর্দান্ত খেলোয়াড় তবে তারা মানুষ। পেলে মানুষ না। সে (পেলে) শনি গ্রহ থেকে এসেছে।’

পেলের পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। গার্সনের মতে, এডসন মারা গেলেও পেলে অমর। ১৯৭০ বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ‘সে (পেলে) সবার সেরা, ফুটবলের রাজা। এডসন আরান্তেস দো নাসিমেন্তো মারা গিয়েছে কিন্তু পেলে শ্বাশ্বত।’
 
গত কয়েক বছর ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করছিলেন পেলে। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গত পরশু ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন