হোম > খেলা > ফুটবল

টেবিলের শীর্ষে উঠেও স্বস্তিতে নেই সালাহ-মানেরা

ক্রীড়া ডেস্ক

নির্দিষ্ট এক মৌসুমে চার শিরোপা জয়ের হাতছানি লিভারপুলের সামনে। কিন্তু গত রাতে ঘরের মাঠে টটেনহাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ধাক্কা খেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। 

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না লিভারপুলের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট খুইয়েছে অলরেডরা। ড্র করে ১ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে উঠেছে ঠিকই, তবু অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে মোহামেদ সালাহরা। কারণ এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্টও লিভারপুলের সমান। গোল ব্যবধানে এগিয়ে থাকায় আপাতত টেবিলের এক নম্বরে আছে লিভারপুল। আগামীকাল নিউক্যাসেলের বিপক্ষে সিটিজেনরা জিতলেই আবার ৩ পয়েন্ট এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল।

এদিকে এই ড্রয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল টটেনহাম। টেবিলের চারে থাকা আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে স্পার্সরা। তবে টটেনহাম অবশ্য আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। স্বপ্ন পূরণ করতে তাই পরের ম্যাচগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ।  

লিভারপুলের বিপক্ষে ম্যাচেই আর্সেনালকে টপকে যাওয়ার সুযোগ ছিল টটেনহামের। ম্যাচের শুরুর লিড তারাই নিয়েছিল। ৫৬ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে জাল কাপান হিউং মিন সন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি হ্যারি কেনরা। ৭৪ মিনিটে লুইস দিয়াজের গোলে ম্যাচে ফেরে লিভারপুল। ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি কোনো দলই।

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

সেকশন