কাতারে ২০২২ বিশ্বকাপে উরুগুয়ে দলে খেলেছেন লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। আন্তর্জাতিক ফুটবলে দুই উরুগুয়ে স্ট্রাইকারের জুটির গল্প ছিল সে পর্যন্তই। একসঙ্গে আর কখনো দেখা যাবে না সুয়ারেজ, কাভানি জুটিকে। প্রিয় সঙ্গীর অবসরের ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুয়ারেজ।
সুয়ারেজ ও কাভানি দুজনের বয়স ৩৭। কাভানি আন্তর্জাতিক ফুটবল থেকে গত রাতে ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সুয়ারেজ এখনো খেলে যাচ্ছেন উরুগুয়ের জার্সিতে। ৬৮ ও ৫৮ গোল করে উরুগুয়ের সর্বোচ্চ দুই গোলদাতা সুয়ারেজ ও কাভানি। পরিসংখ্যান বলে দিচ্ছে উরুগুয়ের ফুটবলের জন্য তাঁরা কতটা অবদান রেখেছেন। কাভানির সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সুয়ারেজ। সুয়ারেজ লিখেছেন, ‘দুঃখ, জয়-সব মিলে আমাদের চাওয়া ছিল একটাই। তা হলো উরুগুয়েকে জেতানো ও পতাকার প্রতিনিধিত্ব করব। তোমার নাম আমাদের ফুটবল ও ইতিহাসের সঙ্গে চিরকাল লেখা থাকবে। উরুগুইয়ান হিসেবে কাভানি তুমি যা করেছ সেজন্য ধন্যবাদ জানাই। সব সময় তোমাকে শুভকামনা।’
আন্তর্জাতিক ফুটবলে সুয়ারেজের পথচলা শুরু ২০০৭ সালে। উরুগুয়ের জার্সিতে কাভানির অভিষেক ২০০৮ সালে। কাভানি-সুয়ারেজ একসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৯১ ম্যাচ। সুয়ারেজ বলেন, ‘যখন আমাদের প্রথম গোল একসঙ্গে উদযাপন করি, তখন আমরা দুই জন ছিলাম শিশু। স্বপ্ন দেখতাম দেশকে এক সময় শীর্ষে নিয়ে যাব। সেই শিশুরা বেড়ে উঠেছিল আমাদের দলের জয়ে অবদান রাখতে।’
২০২৪ কোপা আমেরিকায় ‘সি’ গ্রুপে উরুগুয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, পানামা ও বলিভিয়ার গ্রুপে। ২৪ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে উরুগুয়ে। উরুগুইয়ানদের বাকি দুই ম্যাচ হবে ২৮ জুন ও ২ জুলাই বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোপা আমেরিকার আগে আগামীকাল দুপুরে প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে উরুগুয়ে। ৬ জুন মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে উরুগুইয়ানরা।