হোম > খেলা > ফুটবল

আমিরাতের বিপক্ষে সহজ জয় মেসি-দি মারিয়াদের 

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে হারানোই যেন এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ। কেউই পারছে না আর্জেন্টিনাকে থামাতে। আবুধাবির মোহাম্মদ জায়েদ বিন স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ জয় দিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রয়েছে আলবিসেলেস্তেরা।

আমিরাতের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যান লিওনেল মেসিরা। মেসির সহায়তায় ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর প্রথমার্ধের বাকি সময়টুকু চলে আনহেল দি মারিয়ার রাজত্ব। ২৫ মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের কাছকাছি থাকা দি মারিয়াকে বল বাড়ান মার্কাস অ্যাকুনা। দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করে ডান প্রান্তেই বল জালে জড়ান দি মারিয়া। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলেন নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এবার তাঁর গোলে সহযোগিতা করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বাঁ পায়ের দুই শটে দুইবারই পরাস্ত আমিরাতের গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একটি গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। ৪৪ মিনিটে বক্সের ভেতরে থাকা ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে মেসিকে বল বাড়িয়ে দেন দি মারিয়া। এবার আর মিস হয়নি আর্জেন্টাইন খুদে জাদুকরের। ৪-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টাইনরা।

দ্বিতীয়ার্ধে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে আরব আমিরাত। একাধিকবার পোস্টে লেগে ফিরে এসেছে বল। কখনোওবা এমি মার্তিনেজ বা জার্মান প্যাজ্জেলা হয়ে উঠেছিলেন দেয়াল। ম্যাচের পঞ্চম ও শেষ গোলটি হোয়াকিন কোরেয়ার। রদ্রিদো দি পলের বাড়ানো বল থেকে গোলটি করেন হোয়াকিন।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি