হোম > খেলা > ফুটবল

২০২৪ ফিফা বর্ষসেরা ভিনি

ক্রীড়া ডেস্ক    

২০২৪ সালের ফিফা দ্য বেস্ট ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

আগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছিলেন এ পুরস্কার। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি।

২০২৩-এর ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা। যাতে অংশ নেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফুটবল ভক্তরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিই বলা যায় ফিফা দ্য বেস্টের খেতাব জেতাটাকে। ২০০৭ সালে কাকার পর তিনিই ফিফা বর্ষসেরা হওয়া প্রথম ব্রাজিলিয়ান।

একনজরে ২০২৪ ফিফা বর্ষসেরা

খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়র।

নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি।

কোচ: কার্লো আনচেলত্তি।

নারী কোচ: এমা হেইস।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।

নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহার।

পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল) : আলেহান্দ্রো গারনাচো।

মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী) : মার্তা।

ফেয়ার প্লে: থিয়াগো মাইয়া।

বর্ষসেরা দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

সেকশন