হোম > খেলা > ফুটবল

শেষ ষোলোয় উঠে গেল নেদারল্যান্ডস, সেনেগাল

কাতার ছাড়া ‘এ’ গ্রুপের বাকি তিন দল নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল-প্রত্যেকেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল। শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে শেষ ষোলোতে পৌঁছেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। আল-বায়েত স্টেডিয়ামে আজ কাতারকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগালিজরা।

এবারের বিশ্বকাপ ফুটবলে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে কাতার। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের দৃশ্য খুবই বিরল। আল-বায়েত স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটেই স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে যায় ডাচরা। ডেভি ক্লাসেনের পাস থেকে দারুণ গোল করেন কোডি গাকপো। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ গোল করে ফেলেছেন এই ডাচ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের খুব অল্প সময়েই ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। ৪৯ মিনিটে ডাচদের দ্বিতীয় গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ৬৯ মিনিটে স্টিফেন বার্গুলিস গোল করেছিলেন ঠিকই। তবে গাকপো হ্যান্ড বল করায় নেদারল্যান্ডসের তৃতীয় গোলটি হয়নি। সান্ত্বনার ম্যাচে কাতার আজ বেশ কয়েকবার ডাচদের রক্ষণদুর্গে হানা দিয়েছিল ঠিকই। তবে গোলমুখ খুলতে পারেনি স্বাগতিকেরা। এই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। 

অপর ম্যাচে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় ইকুয়েডর-সেনেগাল। দুটো দলই লড়াই করেছে সমানে সমানে। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে সেনেগালকে এগিয়ে নেন ইসমালিয়া সার। এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইকুয়েডর। ৬৭ মিনিটে ফেলিক্স তরেসের পাস থেকে সমতাসূচক গোল করেন মইসেস কাইসেডো। ব্যবধান বাড়াতে অবশ্য সময় নেয়নি সেনেগালিজরা। ৭০ মিনিটে কালিদু কৌলিবালি সেনেগালের দ্বিতীয় গোলটি করেন। ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় সেনেগাল।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি