হোম > খেলা > ফুটবল

জার্সি নিলামে তুলে অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে ঘরবাড়ি হারিয়েছেন অনেক মানুষ। বাঁচার জন্য নিজেদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে তাঁদের। আগুনে পুড়ে প্রায় ৩০০০ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এবার এগিয়ে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিলামে তুলেছেন তাঁর স্বাক্ষরিত জার্সি।

পতুর্গাল জাতীয় দলের হয়ে পরা রোনালদোর এই জার্সি বিক্রি থেকে পাওয়া অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, ২৪ ডিসেম্বর জার্সিটির নিলাম হবে। চাইলে ভক্তরাও নিলামে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্প্যানিশ সংবাদকর্মী জাভি রদ্রিগেজ। 

ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিজের সই করা জার্সিতে একটি বার্তাও দিয়েছেন রোনালদো। সেখানে লেখা রয়েছে, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’ তবে রোনালদোর কোন ম্যাচে পরা জার্সি নিলামে তোলা হচ্ছে তা এখনো জানা যায়নি।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন