হোম > খেলা > ফুটবল

এই চেলসিকে চিনতে পারছেন না দ্রগবা

রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গতকাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে বিদায় নিল তারা। শেষবারও এই রাউন্ডে স্প্যানিশ ক্লাবের কাছেই হেরেছিল ব্লুজরা। 

চেলসির এমন বিদায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিদিয়ের দ্রগবা। তাঁর মতে, এই চেলসিকে চেনেন না তিনি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমনটিই জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি। 

দ্রগবা বলেছেন, ‘আমার ক্লাবকে চিনতে পারছি না। এটি আমাদের রেখে যাওয়া ক্লাব নয়। নতুন মালিকের নতুন লক্ষ্য রয়েছে। অবশ্যই রোমান আব্রামোভিচের যুগের সঙ্গে তুলনা করতে চেষ্টা করি। তখন যথেষ্ট খেলোয়াড় আনা হয়েছিল, আর সিদ্ধান্তগুলো খুব বুদ্ধিমান ছিল।’ 

শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, এই মৌসুমে সব প্রতিযোগিতায় বাজে ফর্মে রয়েছে চেলসি। এমন ফলের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখছেন ২০১২ সালে প্রথমবারের মতো চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দ্রগবা। তিনি বলেছেন, ‘পিওর চেক, আন্দ্রে শেভচেংকো, হারম্যান ক্রেসপো, মাইকেল এসিয়েন, ফ্লোরেন্ট মলুদা এবং আমি দলকে এগিয়ে নিচ্ছিলাম। শিরোপা জেতার জন্য এমনটি করা হয়েছিল। সবার কিছু অভিজ্ঞতা ছিল। তবে এখনকার কৌশল ভিন্ন, আমরা তরুণদের ওপর বাজি ধরি। তবে ড্রেসিংরুমে ৩০ জনের বেশি খেলোয়াড় থাকা ম্যানেজারের জন্য কঠিন।’ 

চেলসিতে এখন কোনো জাদুকরী নেতা নেই বলেও মনে করেন দ্রগবা। আইভরিকোস্টের কিংবদন্তির মতে, দলকে এগিয়ে নেওয়ার মতো কোনো ভালো খেলোয়াড় নেই। তিনি বলেছেন, ‘আপনার এমন খেলোয়াড় প্রয়োজন, যারা দলকে এগিয়ে নিতে জানে, দায়িত্ব নিতে পারে। এমন খেলোয়াড় দরকার, যে স্টেডিয়ামে উন্মাদনা তৈরি করতে পারে।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল