হোম > খেলা > ফুটবল

‘সমালোচকদের মুখ বন্ধ করবে রোনালদো’

মৌসুমটা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। অনেকের সমালোচনা সইতে হচ্ছে তাঁকে। সিআর সেভেনের পারফরম্যান্স এতটাই হতাশার যে ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চ গরম করতে হচ্ছে তাঁকে। পর্তুগিজ তারকা খুব শিগগির ছন্দে ফিরবেন এমনটা আশা করছেন কোচ টেন হাগ। নিজের শিষ্যের ওপর আস্থা রেখে তিনি জানিয়েছেন, সমালোচকদের মুখ বন্ধ করবেন রোনালদো। 

এ মৌসুমে ম্যানচেস্টারের হয়ে সব মিলিয়ে আট ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন মাত্র ১টি। সেটিও আবার পেনাল্টিতে ইউরোপা লিগে। হতাশাজনক পারফরম্যান্সের কারণে তিনি নিয়মিত জায়গা পাচ্ছেন না একাদশে। তবে শিষ্যকে শুরুর একাদশে না রাখলেও তাঁর ওপর আস্থা রাখছেন কোচ টেন হাগ। তিনি বলেছেন, ‘এটি কিছুটা স্বাভাবিক। আমাদের অনেক ফুটবলার জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছে। কিছু খেলোয়াড় হয়তো ছন্দে নেই। রোনালদো তাদের মধ্যে একজন। তবে সে মোকাবিলা করতে পারে। পুরো বিশ্ব তার ক্যারিয়ার দেখেছে। নিজের প্রতি তার উচ্চ আকাঙ্ক্ষা আছে এবং আমি নিশ্চিত সে ফিরে আসবে। সে পুরো ক্যারিয়ারে গোল করেছে এবং ভালো করছে। সে প্রত্যেকের মুখ বন্ধ করবে। তার ওপর আমার আস্থা আছে।’ 

উয়েফা নেশনস লিগেও জাতীয় দলের হয়ে কোনো গোল করতে পারেননি রোনালদো। আজ ‘ম্যানচেস্টার ডার্বি’ দিয়ে ফর্মে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি