হোম > খেলা > ফুটবল

রিয়ালে প্রথম মৌসুমেই লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত বেলিংহাম 

স্পেনে এসে প্রথম বছরেই ভোটে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের লিগ পুনরুদ্ধার ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ইংলিশ মিডফিল্ডার।

২০২৩-২৪ লা লিগা মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বেলিংহাম হারিয়েছেন ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র, আতলেতিকো মাদ্রিদের আতোয়ান গ্রিজমান, জিরোনার আর্তেম দোভ্যিক ও বার্সেলোনার রবার্ট লেভানডফস্কিকে। সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতার পথে শুরু থেকে এগিয়ে ছিলেন বেলিংহাম। তবে সেই পুরস্কার না জিতলেও পুরো মৌসুমে রিয়ালকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ২০ বছর বয়সী তারকা ২৮ ম্যাচে করেন তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল। চ্যাম্পিয়নস লিগে করেন ৪ গোল।

২০২১-২২ মৌসুমের পর আবার লিগ জিতেছে রিয়াল। মৌসুম শেষ করেছে ৯৫ পয়েন্ট নিয়ে, দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ৩৬ লিগ শিরোপা জিতে তারা ছুঁয়ে ফেলেছে সিরি আর জুভেন্তাসকেও।

আগামী ১ জুন রাতে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবেন বেলিংহাম। ফাইনালে জিতলে প্রথমবার ইউরোপা ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তুলবেন তিনি।

এর আগে ২০২২-২৩ মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়েরও পুরস্কার জেতেন বেলিংহাম। পরের মৌসুমেই প্রাথমিক ১০৩ মিলিয়ন ইউরোতে তাঁকে কিনে নেয় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আসার প্রথম মৌসুমেই লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত বেলিংহাম। পুরস্কারটি সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের উৎসর্গ করেছেন তিনি, ‘আমি এটি সতীর্থ, কোচিং স্টাফ ও বিশ্বের সেরা ক্লাবটির সমর্থকদের উৎসর্গ করছি।’

রিয়াল মিডফিল্ডার অবশ্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য প্রস্তুতিতে থাকায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না। এক বার্তায় এই কথা বলেছেন। বেলিংহাম আরও বলেন, ‘প্রতিবার এই দলের হয়ে খেলা আনন্দের। হালা মাদ্রিদ।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি