Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

উল্টো ফিফার বিরুদ্ধে মামলা করছে তারা

ক্রীড়া ডেস্ক

উল্টো ফিফার বিরুদ্ধে মামলা করছে তারা

নিয়মবহির্ভূত কিছু হলে নিষেধাজ্ঞা কিংবা ফিফার আইনের মারপ্যাঁচে পড়তে হয় ফুটবল ফেডারেশন ও খেলোয়াড়দের। তবে এবার উল্টো কিছুই ঘটতে চলেছে। ফুটবলে ব্যস্ত সূচির ব্যাপারে কিছু দিন ধরে বেশ আলোচনা হচ্ছে। 

সম্প্রতি ব্যস্ত সূচি প্রসঙ্গে কথা বলছেন অনেক ফুটবলার। ফিফার আন্তর্জাতিক সূচির ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এন্টিট্রাস্টে মামলা করবে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ও ইউরোপের লিগ পরিচালনা সংস্থা ইউরোপিয়ান লিগস। খেলাধুলা ও ফুটবলারদের সংস্থা দুটি জানিয়েছে, আগামী মঙ্গলবার যৌথভাবে এই মামলা করা হবে। 

বিশ্বকাপের বাছাইপর্ব, ইউরোপিয়ান লিগ বা ঘরোয়া লিগ, ক্লাব বিশ্বকাপ, প্রীতি ম্যাচ, নেশনস লিগসহ ব্যস্ত সূচি আগামী কয়েক বছরে। গত জুলাইয়ে মামলার বিষয়ে ঘোষণা দিয়েছিল ফিফপ্রো ও ইউরোপিয়ান লিগস। এর সপ্তাহ দুয়েক আগে ফ্রান্সের সাবেক ফুটবলার লাসানা দিয়ারার করা ফুটবলারদের দলবদলে ইইউর নিয়ম ভঙ্গের করা মামলায় ইউরোপের উচ্চ আদালত ফিফার বিরুদ্ধে রায় দেয়। 

ফুটবলে সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে এবং ব্যস্ত সূচির কারণে অসন্তোষে ফুঁসতে থাকা ফুটবলার ও ফুটবলীয় সংস্থাগুলোর একরকম বাধ্য হয়ে ইইউ এন্টিট্রাস্টের দিকে ঝুঁকতে বাধ্য হওয়ার কথাও বলা হচ্ছে অভিযোগে। ইউরোপিয়ান লিগস ও ফিফপ্রোর অভিযোগের কেন্দ্রে মূলত আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি। 

এ ব্যাপারে সংস্থা দুটি জানিয়েছে, জাতীয় দলের বিভিন্ন লিগ এখন ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে ফিফার বিরুদ্ধে বৃহৎ বাজারের অপব্যবহারের অভিযোগ তাদের। এ প্রসঙ্গে ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক সূচি কাউন্সিলের সবার সম্মতিক্রমেই অনুমোদন দেওয়া হয়েছিল। যেখানে ফিফপ্রো ও লিগগুলোর সদস্যরাও ছিল।

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ

ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাব এভাবেই দিলেন নেইমার

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সাবিনাদের অনুশীলনের জন্য বাটলারের দরজা খোলা

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ইয়ংমেন্সকে উড়িয়ে আবাহনীর বড় জয়

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান

শেষ ষোলোয় আতলেতিকোকে পেল রিয়াল, পিএসজির প্রতিপক্ষ লিভারপুল

এত ঠান্ডার মধ্যেও এভাবে খেলতে পারেন মেসি