হোম > খেলা > ফুটবল

বদলি হিসেবে নেমেই আর্জেন্টিনার মার্তিনেজের রেকর্ড 

ক্রীড়া ডেস্ক

জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ। 

আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন। 

মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন