হোম > খেলা > ফুটবল

আবারও মেসির নামে স্লোগান, কী করলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই। 

সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো। 

১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে। 

গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি