ক্রীড়া ডেস্ক
আবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।
এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ব্রাজিল। গত সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে তাদের মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল দোরিভাল জুনিয়রের দল। এবার বাঁচল হার থেকে।
৫৫ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউয়ের গোলে উরুগুয়েকে এগিয়ে দেন ফেদে ভালভার্দে। অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি ব্রাজিলের। ৬২ মিনিটে গোল শোধ দেন ফ্লেমেঙ্গো মিডফিল্ডার গারসন। শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি দুই দলের কেউ।
জয়ে ফিরতে খেলতে নেমে ড্র—বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকাতেও অবনতি হয়েছে সেলেসাওদের। নেমে গেছে পাঁচে। ব্রাজিলের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে।
বাছাইয়ের আরেক ম্যাচে নিজেদের মাঠে কলম্বিয়া ১-০ গোলে হেরেছে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ইকুয়েডরের কাছে। ৭ মিনিটে স্বাগতিক সমর্থকদের চুপ করে দেন এনের ভ্যালেন্সিয়া। ৩২ মিনিটে লাল কার্ড দেখে পিয়েরো মাঠ ছাড়লেও তিন পয়েন্ট আদায় করেছে ইকুয়েডর। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে নেমে গেছে কলম্বিয়া।