হোম > খেলা > ফুটবল

চোট হতাশার, তবে প্রমাণ করতে হবে আমরা দুর্দান্ত দল, বলছেন জাভি

এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দলটি। আন্তর্জাতিক বিরতির পর মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। তবে আজ একাদশ সাজানো নিয়ে চিন্তায় পড়েছেন কোচ জাভি হার্নান্দেজ। আন্তর্জাতিক বিরতির সময় ক্লাবের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়ায় হতাশ হয়েছেন জাভি।

মায়োর্কার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে শিষ্যদের একতাবদ্ধ ও ভালো খেলতে উদ্বুদ্ধ করছেন জাভি। তিনি বলেছেন, ‘ফুটবলারদের চোট আমাকে হতাশ করেছে। কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব একটা জগৎ আছে। চোটে পড়ার অনেকগুলো কারণ আছে। আমরা প্রধান কারণটি জানি না। সফর, পদ্ধতি (জাতীয় দলের), বাড়তি খেলা এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা অন্যকে দোষারোপ করার বিষয় নয়, এটি দুর্ভাগ্য। তবে আমরা ভালোভাবে নেব। এই মুহূর্তে দেখাতে হবে যে আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড আছে।’

মায়োর্কার বিপক্ষে ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, সেটিও জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘ঘরের বাইরে আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। মায়োর্কার কোচ জাভিয়ের আগুয়েরে সব সময় প্রতিপক্ষদের কাছ থেকে সুযোগ নেয়। কারণ তারা রক্ষণাত্মকভাবে খুবই শক্তিশালী। এই মুহূর্তে তারা ভালো ছন্দে আছে। চোটের কারণে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে।’

জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে চোটে পড়েছেন একাদশের নিয়মিত খেলোয়াড় রোনাল্ড আরোউহো, জুলেস কুন্দে, মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং। এর মধ্যে আরোউহোকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁর অস্ত্রোপচার লাগবে। বাকিদের চোট অতটা গুরুতর নয়।

লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে একটিতে ড্র করেছে আর বাকি পাঁচ ম্যাচেই জিতেছে। ১৬ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকায় দুই নম্বরে আছে বার্সা। আর ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি