Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আল নাসরের চুক্তিকে অনন্য বললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

আল নাসরের চুক্তিকে অনন্য বললেন রোনালদো

ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটিতে যোগ দেওয়ার পর দুর্দান্ত ছন্দেও আছেন তিনি। সব মিলিয়ে ১৩ ম্যাচে ১১ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ রোনালদো। সৌদি ক্লাবকে নিয়ে প্রায়ই গর্বের কথা জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। এবার নিজের ক্লাবকে নিয়ে আরও বড় প্রশংসা করেছেন তিনি, ‘মানুষ ক্লাবের লিগের স্তর সম্পর্কে জানে না। ক্লাবের সঙ্গে চুক্তিটি অনন্য ছিল। কারণ, আমি অনন্য একজন খেলোয়াড়। এটা আমার জন্য স্বাভাবিক।’

ইউরোপ ছেড়ে তাঁর আল নাসরে যোগ দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করলেও রোনালদোর এতে কোনো আক্ষেপ নেই। ইউরোপের সেরা ক্লাবগুলোর হয়ে সাতটি লিগ ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগে জিতেছেন তিনি। তাই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতা বলেছেন, ‘ইউরোপে আমার কাজ শেষ। বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলেছি এবং সবকিছুই জিতেছি।’

আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি অনন্য কি না, তা নিয়ে অনেকের দ্বিমত থাকলেও সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। শুধু ফুটবলে নয়, বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি।

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা