Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

মাঠে জ্ঞান হারিয়ে হাসপাতালে সাগরিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঠে জ্ঞান হারিয়ে হাসপাতালে সাগরিকা

লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও! 

নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। 

শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। 

আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’ 

এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে