হোম > খেলা > ফুটবল

সাফের জন্য এসএসসি পরীক্ষাকে ‘না’ ৮ ফুটবলারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ দশ বছরের সাধনার পর বাংলাদেশের একজন শিক্ষার্থী অর্জন করে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ। তবে ফুটবলের জন্য দীর্ঘ এই সাধনাকেও জলাঞ্জলি দিতে রাজি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ সাফ দলে থাকা ৮ ফুটবলার।

শ্রীলঙ্কার কলম্বোয় ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ। টুর্নামেন্টের জন্য টেকনিক্যাল ডিরেক্টর পলি স্মলিকে কোচ করে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন( বাফুফে)। স্মলির অধীনে এই মাসের শুরুতে ভারতে অনূর্ধ্ব-২০ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

এবারও ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে শুক্রবার শ্রীলঙ্কা যাবে অনূর্ধ্ব-১৭ দল। দলের সব ফুটবলারই বাফুফে এলিট একাডেমির ফুটবলার। একাডেমির অধিকাংশ ফুটবলারই বিকেএসপির ছাত্র। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ দলের ৮ ফুটবলারের। আর সাফ শুরু হবে ৫ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ যদি ফাইনালে ওঠেই সে ক্ষেত্রে আর পরীক্ষা দেওয়া হবে না কিশোর ফুটবলারদের।

সবকিছু ভেবেই এবার পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত তাদের। ইমরান খান, সিয়াম অমিত, মিরাজুল ইসলাম, পারভেজ আহমেদ, রুবেল শেখ, সোহানুর রহমান,সজল ত্রিপুরা- এই ফুটবলাররা দেবেন না পরীক্ষা। সজল ও অমিত ছাড়া বাকি ফুটবলাররা বিকেএসপির ছাত্র।

অনূর্ধ্ব-১৭ ইমরান খানের দাবি, ‘আমাদের একটা লক্ষ্য আছে, জাতীয় দলে খেলা। সামনে আবার এএফসির বাছাইপর্ব। যদি পরীক্ষা দিতে যাই তখন ফিটনেস, দলের যোগাযোগে অনেক সমস্যা হবে। তাই জাতীয় দলের স্বার্থে আমাদের এই ত্যাগটা স্বীকার করতেই হচ্ছে। আমাদেরও বলা হয়েছে, পরীক্ষা পরেরবার দিলেও চলবে।’

শ্রীলঙ্কার উদ্দেশ্য আগামী পরশু শুক্রবার দুপুরে রওনা হবে বাংলাদেশ দল। ৫ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন ইমরানরা। ‘এ’ গ্রুপের আরেক দল মালদ্বীপ। ‘বি’ গ্রুপে আছে ভারত, নেপাল ও ভুটান। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা