হোম > খেলা > ফুটবল

গোলে ১০০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

আল ফাইহার বিপক্ষে গতকাল রাতে খেলতে নেমেই একটা মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচটি ছিল তাঁর ক্লাব ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ।

গত ডিসেম্বরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১২০০তম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো। সেদিনের মতো আজও মাইলফলকটি রাঙিয়েছেন গোল করে। একটা সময় তো ভাবা হচ্ছিল আজ স্মরণীয় মুহূর্তটা রাঙাতে পারবেন না গোলে।

তবে সব শঙ্কা দূর করেছেন ম্যাচের ৮১ মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ফাইহার গোলরক্ষককে বোকা বানিয়ে তাঁর মাথার ওপর দিয়ে রোনালদো বল জড়িয়ে দেন জালে। এরপর নিজের ট্রেডমার্ক উদ্‌যাপনের জন্য দৌড় শুরু করেন রোনালদো। তবে গতকাল দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে আড়াআড়িভাবে দুই হাত নামাননি তিনি। উদ্‌যাপনে একটু ভিন্নতা এনে আড়াআড়ির বদলে বুকের ওপর দুই হাত দিয়ে চোখ বুজে ধ্যান করেন তিনি।

রোনালদোর জয়সূচক গোলেই এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছে আল নাসর। ২০২৪ সালে এটি তাঁর প্রথম গোল। এতে ২০০২ থেকে ২০২৪ পর্যন্ত টানা গোলের ধারাবাহিকতাও বজায় রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। নতুন বছরের প্রথম হলেও ক্যারিয়ারের এটি ৮৭৪তম গোল। আর ক্লাব ক্যারিয়ারের ৭৮৬তম গোল।

ক্লাব ক্যারিয়ারের ১০০০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৪৩৮ ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন রোনালদো। এর পরের তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। রেড ডেভিলসের হয়ে ৩৪৬ ম্যাচ খেলেছেন তিনি। বাকি ম্যাচের মধ্যে জুভেন্টাসের হয়ে ১৩৪, আল নাসরের হয়ে ৫১ আর স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচ খেলেছেন তিনি।

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

সেকশন