আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে তেমন ধারালো ফুটবল উপহার দিতে পারেনি বার্সা। অথচ লিগে আগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। অবনমন পর্যায়ে থাকা আলাভেসের বিপক্ষে বার্সার এমন ফুটবল বেশ বেমানানই লাগছিল। ম্যাচের শুরুতেই ঘটে যায় দুর্ঘটনা! ১১ মিনিটে সংঘর্ষের কারণে মাথায় গুরুতর আঘাত পান বার্সার গাভি ও আলাভেসের তমাস কনেকনির। দুজনকেই পরে বদলি করা হয়।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬১ মিনিটে ‘ডেড লক’ ভাঙেন লেভানডফস্কি। লামিনে ইয়ামালের ক্রস আলাভেস ডিফেন্ডার নাহুয়েল তেনাগলিয়ার গায়ে লেগে তার সামনেই পড়ে বল। দুর্দান্ত শটে তা গোলে পরিণত করতে কোনো ভুল করেননি তিনি। জয়ের জন্য সেই গোলই যথেষ্ট ছিল বার্সার ৷ ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। রিয়ালের সঙ্গে তাদের দূরত্ব এখন ৪ পয়েন্টের ৷ ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।