নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টের পরই চাউর হয়ে যায়, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। একটা সিরিজের মাঝপথেই এমন খবর ছড়ানোর বিষয়ে আজ মিরপুর শেরেবাংলায় কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ দল এখন চট্টগ্রামে শান্তর নেতৃত্বে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এমন সময়ে আজ জরুরি বোর্ড সভা ডেকেছেন ফারুক। সেই সভায় শান্তর বিষয়ে কী সিদ্ধান্ত হলো, সেটা জানতে শেরেবাংলার সামনে ছিল সাংবাদিকদের ভিড়।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি জানি না, আপনাদের সাংবাদিকদের সঙ্গে নাজমুল এ কথা বলেছে কি না। আমার কোনো ধারণাই নেই। গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টা আমি দেখেছি। তবে আমার সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট গতকাল চট্টগ্রামে শুরু হয়েছে। এই মুহূর্তে ঢাকায় অবস্থান করা ফারুক আজ রাতে ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন। শান্তকে নিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘চট্টগ্রামে শান্তর সঙ্গে দেখা হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
সামাজিক মাধ্যমের যুগে ছড়িয়ে পড়ে বিভিন্ন রকমের খবর। যেগুলোর বেশিরভাগই গুঞ্জন। খেলোয়াড়দের এক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘অনেক সময় হয় কি, আমাদের তো এখন সামাজিক মাধ্যমের যুগ। সামাজিক মাধ্যমের যুগে খেলোয়াড়েরা যেসব কাজ করে...আপনি জানেন যে খেলোযাড়দের কাজটা অনেক চাপের। কারণ তাদের পারফরম্যান্সের কথা চিন্তা করতে হয়। এটাই তাদের পেশা। তাই অনেকগুলো ব্যাপার এখানে কাজ করে। অনেক সময় কোনো সংবাদ, আপনি আপনাদের কথা বলছি না। সামাজিক মাধ্যমের কোনো সংবাদ প্রভাব ফেলতে পারে। তাই খেলোয়াড়দের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার।’
ক্রিকেটারদের একটা প্রক্রিয়া বজায় রেখে কাজ করা উচিত বলে মনে করেন ফারুক। বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তারা যেটাই মনে করুক, বাইরে কথা না বলে প্রথমে অপারেশন্স, অপারেশন্সের পরে প্রধান নির্বাহী, তারপরে সভাপতি। বেশ কিছু পদক্ষেপ আছে। এগুলো করা যেতে পারে। এসব ব্যাপারে খেলোয়াড়েরা সচেতন হবেন। কোনো খেলোয়াড় যদি মনে করে, সে এই জায়গাটা চালিয়ে যেতে পারছে না, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। যদি তেমন কোনো অনুরোধ আমাদের কাছে আসে, আমিও শুনেছি আপনাদের মতোই। সেটা নিয়ে আলাপ আলোচনা করব।’