হোম > খেলা > ফুটবল

ফাইনালে যেতে না পারলেও ডর্টমুন্ডকে অভিনন্দন জানাবে পিএসজি 

ক্রীড় ডেস্ক 

লিগ জেতার আনন্দ নিয়ে গত সপ্তাহে ডর্টমুন্ড সফরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের একাই হারিয়ে দেন জাদোন সানচো। সেই হারের ক্ষত ভুলে লুইস এনরিকের শিষ্যদের ফিরতে হবে জয়ে। নয়তো শেষ হয়ে যাবে এই মৌসুমের ট্রেবল জয়ের আশা। 

আজ রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডকে শেষ চারের ফিরতি লেগে আতিথেয়তা দেবে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও ফাইনালে যেতে হলে এই ম্যাচে ২-০ গোলে জিততে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। আর ড্র করলেই ২০১২-১৩ মৌসুমের ডর্টমুন্ড নিশ্চিত করবে ফাইনাল। 

এমন বাঁচামরার ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকেকে বেশ শান্তই দেখাল। পিএসজি কোচ বলেছেন, ‘উদ্দেশ্য হলো ২ গোলে জেতা নয়, শুধু জয়। প্রথমেই আমাদের গোল করা প্রয়োজন এবং ম্যাচটি জেতা।’ 

যদি হারেও, তবু শিষ্যদের ওপর নাখোশ হবেন না এনরিকে। উল্টো প্রতিপক্ষকে অভিবাদন জানাবেন স্প্যানিশ কোচ, ‘আমরা চিন্তা করছি, সেমিফাইনালে খেলা কতটা সৌভাগ্যের। জীবন চলতে থাকবে এবং প্যারিসে সর্বদা বিস্ময়কর সূর্য জ্বলতে থাকবে। যদি হারি তবে আমরা তাদের অভিনন্দন জানাব এবং পরদিনের জন্য জেগে উঠব।’

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার ৮ মাস পর বোমা ফাটালেন তিনি

বাংলাদেশ দল থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ায় সমর্থকদের ক্ষোভ

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন হামজা, গ্রামবাসীর কাছে চাইলেন দোয়া

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলতে না পারার দুঃখে মেসির ‘কান্না’

ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ

কেন দলের সঙ্গে ঢাকায় ফিরলেন না ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল

মেসি-দিবালাকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

হামজার রাজসিক আগমন

বাংলাদেশে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

‘আমার শুদ্ধ ভাষা বেশি ভালা না, খুব বেশি বাংলা গান হুনছি না’