হোম > খেলা > ফুটবল

আবারও এলএমএ’র বর্ষসেরা গার্দিওলা

পেপ গার্দিওলা কোচ হওয়ার পর ম্যানচেস্টার সিটির ঘরে এসেছে একের পর এক শিরোপা। ক্লাবের অর্জনের পাশাপাশি তাঁর নিজের অর্জনের ঝুলিতেও একের পর যোগ হচ্ছে সাফল্য, হাতে উঠছে পুরস্কার। এবার লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ হয়েছেন গার্দিওলা।

এলএমএ’র এ বছরের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গার্দিওলা, আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটনের রবার্তো দে জার্বি, নিউক্যাসলের এডি হাও, বার্নলির ভিনসেন্ট কোম্পানি, প্লাইমাউথের স্টিভেন শুমাখার। সবাইকে ছাড়িয়ে বর্ষসেরা কোচের এই পুরস্কার জিতেছেন গার্দিওলা। এই নিয়ে তৃতীয়বার এলএমএ’র বর্ষসেরা কোচ হয়েছেন এই স্প্যানিশ কোচ। গার্দিওলার অধীনে সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা।

আর্তেতার আর্সেনালও এই মৌসুমে দুর্দান্ত খেলেছে। ২০২২-২৩ মৌসুমের ৯৪ শতাংশ সময় প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল গানারররা। কিন্তু শেষদিকে একের পর এক হোঁচটে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় তাদের। আর দুর্দান্ত গতিতে ছুটে চলে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে সিটি। ২০ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েও শিরোপা জেতা হলো না আর্সেনালের।

অন্যদিকে চেলসির কোচ এমা হেইজ ওমেন্স সুপার লিগ পুরস্কার জিতেছেন। হেইজের অধীনে টানা চারবার ওমেন্স সুপার লিগের শিরোপা জিতেছে চেলসি। ব্লুজরা টানা তিনবার এফএ কাপ জিতেছে। ম্যানচেস্টার ইউনাইটেড দুবারই হয়েছে রানার্সআপ। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল চেলসি নারী দল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউনাইটের পয়েন্ট ছিল ৫৬।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি