ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লীগে সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়তে চাচ্ছেন। তাঁকে ছাড়া ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা হবে এটা যেন মানতে পারছেন না পর্তুগিজ তারকা। তাঁকে নিয়ে এবারের দলবদলে চলছে অনেক নাটক।
রোনালদো ক্লাব ছাড়তে এতটাই উদ্গ্রীব যে দলের সঙ্গে মৌসুমের প্রাক-প্রস্তুতিতে যোগ দেননি। দলবদলের বাজারে তাঁকে নিয়ে ইউরোপের অনেক বড় ক্লাবের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
এখন পর্যন্ত তাই ম্যান ইউ ছেড়ে অন্য কোথায় নাম লেখাতে পারেননি চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্যে সামাজিক মাধ্যমে ক্লাব সমর্থকদের একটা সুসংবাদ দিয়েছেন এই কিংবদন্তি।
গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তাদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছিলেন রোনালদো। সঙ্গে ছিলেন তাঁর সাবেক গুরু কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। আলোচনা শেষে রোনালদো গত শুক্রবার সামাজিক মাধ্যমে নিজেকে রাজা সম্বোধন করে লিখেছেন, ‘রোববারের ম্যাচে খেলবেন রাজা।’
আজকে বিকেল ৫টা ৪৫ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে অবশ্য থাকছেন না রোনালদো। তবে আগামীকাল স্পেনের আরেক ক্লাব রায়ো ভায়োকানোর সঙ্গে খেলবেন তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।