বুকে ব্যথা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
জানা গেছে, হঠাৎ বুকে অনেক ব্যথা অনুভব করছিলেন ইমরুল। তারপর আজ সকালে দ্রুত তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে ইমরুলকে। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
কিছুদিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়েছিল তাঁর। বসানো হয়েছিল একটি রিং। তাঁকেও সাভার কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে পরে এভারকেয়ার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তামিম অবশ্য চিকিৎসা শেষে ঈদের আগেই বাসায় ফিরেছেন।
ইমরুলের কী হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে তাঁকেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সে রিপোর্ট পেলে জানা যাবে কী সমস্যা তাঁর।