হোম > খেলা > ফুটবল

বার্সাকে হারিয়ে এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বকাপ জিতেছেন ২০১৮ সালে। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের শিরোপাও জিতেছেন। জেতা হয়নি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কথা। ফরাসি ফরোয়ার্ড সেই অধরা স্বপ্ন এবার পূরণ করতে চান। 

২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা পিএসজির জন্য খুব একটা সহজ ছিল না। ১০ এপ্রিল নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ৩-২ গোলে হারায় পিএসজিকে। সেই ম্যাচে এমবাপ্পে কোনো গোল করতে পারেননি। ছিল না কোনো অ্যাসিস্টও। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে দ্বিতীয় লেগেও গতকাল শুরুতে এক গোল হজম করে পিএসজি। দুই লেগ মিলে ম্যাচ যখন ৪-৪ সমতায়, এমবাপ্পে জ্বলে উঠলেন দ্বিতীয়ার্ধেই। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারিসিয়ানদের এগিয়ে নেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড ৮৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। ৬-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছায় পিএসজি। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘প্যারিসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমার স্বপ্ন। পিএসজিতে প্রথম দিন থেকে খেলেই গর্ব অনুভব করি। এই ক্লাবের হয়ে খেলা, দেশের রাজধানী শহরকে প্রতিনিধিত্ব করা আমার কাছে সত্যিই অনেক বিশেষ কিছু।’ 

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এর আগে ২০১৯-২০ মৌসুমে খেলেন এমবাপ্পে। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপার কাছাকাছি গিয়েও জেতা হয়নি তাঁর। কিংসলে কোমানের গোলে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। এবারও যখন শিরোপাজয়ের কাছাকাছি এসে পৌঁছেছে পিএসজি, এমবাপ্পের চাওয়া যেন ধাপে ধাপে এগোনো। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘প্যারিসিয়ান হিসেবে এমন এক সন্ধ্যার অভিজ্ঞতা সত্যিই দারুণ। ওয়েম্বলিতে ফাইনালে ওঠার আগে আমাদের আরও এক ধাপ বাকি। আমাদের তাই মাথা ঠান্ডা রাখতে হবে।’

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন